নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : আগামী ২৩ আগস্ট, জাতীয় মহাকাশ দিবস। ভারতের চন্দ্রযানের চাঁদে অবতরণের বর্ষপূর্তি। ২৩ আগস্ট, শনিবার দেশজুড়ে ওই দিনটি সাড়ম্বরে পালনের কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রক। এই উপলক্ষ্যে বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, “গত বছরের ২৩ আগস্ট ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল। এই প্রথমবার আমরা প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করবো। আমরা সেই অনুযায়ী প্রোগ্রাম প্রণয়ন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি-সহ এই দিনটিকে একটি একাডেমিক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছি। এটি মহাকাশ ক্ষেত্রে অর্জন সম্পর্কে নাগরিকদের সচেতন করার একটি উপলক্ষও।”কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “গগনযান মিশনের দৌড়ে, এই বছর অনেক ঘটনা ঘটবে।গতকাল, আমি নতুন নৌপ্রধানের সঙ্গে একটি বিশদ বৈঠক করেছি। নৌবাহিনী যখন মহাকাশচারীরা ফিরে আসে তখন তাঁদের উদ্ধারে নিযুক্ত থাকে। আমাদের সমুদ্র বিজ্ঞানের বিশেষজ্ঞও থাকবে। বেশ কিছু পরীক্ষা হয়েছে।”
2024-08-21