আগরতলা, ২১ আগস্ট : রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য্য। এদিন তিনি বিধানসভায় গিয়ে এআরও-র হাতে মনোনয়ন পত্র তুলে দিয়েছেন। এদিন তাঁর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ( ডঃ) মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, আমার উপর বিশ্বাস রেখে আমাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে যোগ্য মনে করার জন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ থাকব। ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে তথা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া মার্গদশনে আগামী দিন কাজ করে যাব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি প্রদেশ সভাপতি পদে যেভাবে কাজ করেছেন তা অতুলনীয়। তিনি আশাবাদী এই পদেও রাজীব ভট্টাচার্য্য সম্মানেী সাথে কাজ করবেন।