আগরতলা, ২১ আগস্ট: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, উনকোটি জেলার ইরানী থানার অধীনে বিওপি হীরাছড়া এলাকায় মোতায়েন বিএসএফ সৈন্যরা সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে।
পাশাপাশি অন্য একটি অভিযানে, পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে লঙ্কামুড়া বিওপি, সিপাহিজলা জেলার বিওপি বক্সনগর, কলমচৌড়ার বিএসএফ জওয়ানরা ২৫.৫ লক্ষ টাকা মূল্যের ২৬৭টি নতুন মোবাইল ফোন আটক করেছে। এই ফোনগুলিকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করা হচ্ছিল।
এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে বটতলা পুলিশ ফাঁড়ির সাথে বিএসএফ সৈন্যদের পৃথক যৌথ অভিযানে একটি বাড়ি থেকে ২৩ লাখ টাকার বিভিন্ন মডেলের ১৫০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

