নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের । ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোট জেলার গন্ডালে।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ যাত্রীর। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।