ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু নাবালকের

তেলিয়ামুড়া, ২০ আগস্ট: অবিরাম বর্ষণে পাহাড় ভেঙ্গে ঘরের ধ্বস পড়ে মৃত্যু হয়েছে এক নাবালকের। ওই ঘটনায়  মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই লাখাই বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ভেঙ্গে ঘরের ধস পড়ে মৃত্যু হয়েছে ১৪ বছর বয়সী বীরেশ দেববর্মা। একই ঘরে ছিলেন বীরেশের মা এবং বাবাও। কিন্তু ঘটনা ঘটার পূর্বে দুজন প্রাকৃতিক কাজ করতে গেলেই ধ্বস পড়ে। তাঁরা অল্পেতে বেঁচে যায়। সাথে সাথে এলাকাবাসী দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।