টিএসইউ ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

আগরতলা, ১৯ আগস্ট: আজ টিএসইউ ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এদিন দলীয় পতাকা ও শহীদ বেদীতে মাল্যদান করে দলের নেতৃত্বরা।

আজ টিএসইউ-র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, ১৯৭৮ সালের ১৯ ও ২০ আগস্ট খোয়াই টাউন হলে ১৪জন কর্মীদের নিয়ে টিএসইউ-এর পথ চলা শুরু হয়েছিল। আজ ৪৭ বছর অতিক্রম করেছে টিএসইউ। 

তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থার বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। বিজেপির ক্ষমতাধীন রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়ে রয়েছে। রাজ্যের একাধিক স্কুল শিক্ষক স্বল্পতা ভুগছে। তাই আজ টিএসউই-র প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে রাজ্য সরকারের নিকট শিক্ষক স্বল্পতা দূরীকরণের দাবি জানানো হচ্ছে।