নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র বিভিন্ন সামাজিক সংস্থা রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে। আগরতলা শহরের নব দিগন্ত এ বছর তাদের ২১তম রাখি বন্ধন উৎসব পালন করে।
২১তম রাখি বন্ধন উৎসব পালন করল নবদিগন্ত সামাজিক সংস্থা। এদিন পথ চলতি সাধারণ মানুষ সহ হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন নব দিগন্ত সামাজিক সংস্থার কর্মকর্তারা।
এ ধরনের উৎসব পালনের মধ্য দিয়ে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সকল অংশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা অভিমত ব্যক্ত করেছেন। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।