আগরতলা, ১৯ আগস্ট : উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরোহিত্য বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের(এনইসি) ওই বৈঠক ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে ত্রিপুরা সহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপালরা উপস্থিত থাকবেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুদিনের ওই বৈঠকে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও উপস্থিত থাকবেন ।
2024-08-19