বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার প্রেমিক যুগলকে

শিলচর (অসম) ১৯ আগস্ট (হি.স.):  বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার করা হল প্রেমিক যুগলকে। রবিবার রাতে বরাক নদী থেকে যুবক-যুবতীকে উদ্ধার করেন দেবী বিসর্জনে থাকা লোকরা। ঐদিন রাতে শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় যুবক যুবতী। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয়। মনসা দেবীর মূর্তি বিসর্জন দিতে যাওয়া লোকদের হঠাৎ নজরে পড়ে যুবকযুবতীকে। সঙ্গে সঙ্গে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয়  পুলিশকে। পুলিশ পৌঁছে দু’জনকে হাসপাতালে নিয়ে যায়।এদিকে, জানা যায় প্রেমজনিত কারণে তারা বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করে। উদ্ধার করা যুবক সোনাইয়ের বাসিন্দা এবং যুবতী দুধপাতিল এলাকার বলে জানা যায়।