ইংলিশ ফুটবল: চেলসিকে হারিয়ে দুর্দান্ত সূচনা ম্যানচেস্টার সিটির

স্ট্যামফোর্ড, ১৯ আগস্ট (হি.স.): লিগ শিরোপা ধরে রাখার অভিযানের সূচনাটা দুর্দান্ত করল ম্যানচেস্টার সিটি। আর এর পথ দেখালেন আর্লিং হলান্ড। তার শততম ম্যাচটায় গোল করে রাঙালেন আর্লিং হলান্ড। স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের অষ্টাদশ মিনিটে নরওয়ের তারকা স্ট্রাইকার হলান্ড-এর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ ম্যাচে তার গোল হল ৯১টি, আরও ১৫টি গোলে আছে তার অবদান। এরপর ৮৪ মিনিটে দুর্দান্ত এক গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন কোভাচিচ।