ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জেলা দলগুলোর এখন প্রশিক্ষণের পালা। হাতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। দিনভর বৃষ্টি স্কুল পড়ুয়া খেলোয়ারদের প্রশিক্ষণ পর্বে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। যে মহকুমা গুলিতে রাজ্য স্কুল আসর বসবে সেখানকার অর্গানাইজিং কমিটির কর্মকর্তারা কিন্তু এখন জোর প্রস্তুতিতে রয়েছেন। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট রাজ্যভিত্তিক স্কুল আসর অনুষ্ঠিত হবে। বিশেষ করে ধলাই জেলার আমবাসাতে ব্যাডমিন্টন, বিলোনিয়াতে কাবাডি এবং এনএসআরসিসি-তে টেবিল টেনিসের রাজ্য আসর অনুষ্ঠিত হবে। এদিকে এই তিনটি ইভেন্টে ইতোমধ্যে সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। কাবাডি ইভেন্টে বালকদের বিভাগে রয়েছে আলামিন মিয়া, শুভজিৎ দেবনাথ, সাহিল কুমার, গৌরব পাল, অমিত দাস, জয় দেবনাথ, সায়ন সরকার ও বিশ্বনাথ সাহা। বালিকাদের বিভাগে: সহেলী ত্রিপুরা, পায়েল দাস, সোনিয়া পারভীন, শিবানী সরকার, অর্শিতা নমঃ, চামথাই দেববর্মা, নিশা দেববর্মা, মুক্তশ্রী দেববর্মা ও সুরভী সরকার। টেবিল টেনিস ইভেন্টে বালকদের বিভাগে রয়েছে: শুভ্রায়ু রায়, রিষান দাস, সৌভিক সিংহ, জিশাক দাস, দিগন্ত দেবনাথ, দেবার্ঘ আইচ, দেবার্পন কুন্ডু, শৈজাক দেববর্মা, স্বপ্নীল রায়, প্রমিশ দাস। বালিকাদের বিভাগে অঙ্গনা ব্যানার্জি, শবরী রায় বর্মন, স্নেহা সরকার, শ্রেয়সী রায়, এলিনা খান, অনামিকা দেবনাথ, জেনি রায়, নেহা দাস, এশা দে। ব্যাডমিন্টন ইভেন্টে বালক বিভাগে: মনীষ সূত্রধর, আয়ুস রায়, যীষ্ণু দেবনাথ, দেবপ্রিয় দেবনাথ, উজ্জয়ন্ত দে, এলেক্স দেববর্মা, প্রতীক দাস, স্বরূপ চক্রবর্তী, রুপম সিনহা, শতদ্রু বণিক। বালিকাদের বিভাগে অদ্রিজা দে, অঙ্কিতা ভৌমিক, নম্রতা কর্মকার, দীপশিখা দাস, রেশমিতা দাস, ইশা ভৌমিক ও অপ্সরা দাস। উল্লেখ্য ২৭ আগস্ট খেলোয়াড়রা প্রতিযোগিতার স্থলে রিপোর্ট করবে।
2024-08-19