উজ্জয়িনী, ১৯ আগস্ট (হি.স.): সোমবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। শ্রাবণের শেষ সোমবার উপলক্ষ্যে এদিন তিনি বাবা মহাকালের দর্শন করেন।
জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী সাইয়ের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কৌশল্যা সাই এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। তাঁরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবা মহাকালের দর্শন করেন। উল্লেখ্য, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোমবার মধ্যপ্রদেশ সফরে এসেছেন। এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের সাক্ষাতের কথা বলে জানা যাচ্ছে। সাক্ষাতের পর বিষ্ণু দেও সাই ফিরে যাবেন ছত্তিশগড়ে।

