ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ আগস্ট:
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৬তম জন্মদিন উৎসব ধর্মনগরে মহা ধুমধামে পালিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা শিক্ষা অধিকারীক সুখময় নাথ, পুর পরিষদের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা | সকাল ৯টার সময় ধর্মনগরের রাজবাড়িতে মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বলেন ,কমিউনিস্ট পার্টির শাসনকালে মহারাজা বিক্রমের যথাযথ মর্যাদা দেয়নি । ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরেই মহারাজাকে যথাযথ মর্যাদা দিয়ে চলেছে এবং উনার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরার রূপকার হিসেবে পরিচিত এবং তাঁর অবদানকে সম্মান জানাতে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট শাসক ছিলেন, যাকে ত্রিপুরার রূপকার বলা হয়। তিনি ত্রিপুরার শেষ স্বাধীন মহারাজা ছিলেন এবং আধুনিক ত্রিপুরার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরায় শিক্ষার প্রসার এবং অবকাঠামো উন্নয়নে অত্যন্ত সক্রিয় ছিলেন।

তাঁর শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সংস্কারমূলক কাজ করেন। ত্রিপুরা রাজ্যের প্রথম বিমানবন্দর, যা আজ “মহারাজা বীর বিক্রম বিমানবন্দর” নামে পরিচিত, তার সময়কালে নির্মিত হয়। তাছাড়া রয়েছে এমবিবি কলেজ এবং ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *