রিয়াধ, ১৮ আগস্ট (হি.স.): গতবার সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য ছিল আল হিলাল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও তাই। এবার আল নাসরের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েও শিরোপাহীন থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন মরসুমেও হিলালদের হারের স্বাদ দিতে ব্যর্থ হলেন রোনাল্ডো। সৌদি সুপার কাপে রোনাল্ডোর দলকে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল।
শনিবার সৌদি সুপার কাপে রোনালদোর দল আল নাসরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আল নাসর দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি আল হিলার এর কাছে। হজম করে চার চারটি গোল। জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ। এছাড়া সার্জ মিলানকোভিচ সাভিচ ও ম্যালকম একটি করে গোল করেন।
গতবারও ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আল হিলাল। এবারও হল একই ব্যবধান জয়। এই নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপাটি ঘরে তুলল আল হিলাল।