নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট:
প্রতি বছরের ন্যায় এবারেও রাজধানীর ইসকন মন্দির এবং জগন্নাথ জিও মন্দিরে ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে। যাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ জনগণের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে গোটা মন্দিরগুলিতে।
এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে রাজধানীর জগন্নাথ মন্দির এবং ইসকন মন্দিরে বিভিন্ন ধর্ম কথা, গান, কীর্তনের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ঝুলন যাত্রা সাড়ম্বরে পালিত হচ্ছে বলে জানিয়েছেন মন্দিরের প্রধান মহারাজগণ।