নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, নির্মলা জি বৃদ্ধি এবং সংস্কারের জন্য অসংখ্য প্রচেষ্টা করে যাচ্ছেন৷ তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি ভগবান শ্রী রামের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।