কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রবিবারই ভাই-দাদার জন্য রাখি কিনে ফেলেছেন বোনেরা। কলকাতায় এদিন সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা রাখি কেনেন। দেশের অন্যান্য প্রান্তেও রাখি কেনার ভিড় দেখা যায় অনেক দোকানে।
2024-08-18