রাখীবন্ধন উপলক্ষে রবিবার একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মোহন যাদবের

ভোপাল, ১৮ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব উজ্জয়িনী জেলা সফরে যাচ্ছেন রবিবার।  সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। রাখীবন্ধন উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা তাঁর। জানা যাচ্ছে, শ্রী কৃষ্ণ ধাম “নারায়ণ”-এ আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। 

তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকালে একে একে রঘুনন্দন গার্ডেনে ও তারপরে  সুমন গার্ডেনের রাখীবন্ধন উৎসবে যোগ দেবেন।  দুপুরে শিবাঞ্জলি গার্ডেনে ও তারপরে অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রাখীবন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। রাখীবন্ধন উপলক্ষে তাঁর এই সফর ঘিরে উন্মাদনা আমজনতা ও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *