মালদা, ১৮ আগস্ট (হি.স.): মালদা জেলা জুড়ে পালিত হল ‘ভারত ভুক্তি’ দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু মালদায় স্বাধীন ভারতের জাতীয় পতাকা প্রথম উড়েছিল এর ঠিক তিন দিন পর অর্থাৎ ১৮ আগস্ট। ওই দিনই প্রথম ভারতের পতাকা উত্তোলন হয়েছিল মালদা কালেক্টরেটে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে একটি বিশাল ইতিহাস রয়েছে। সেই কারণে রবিবার মালদা জেলা জুড়ে ‘ভারত ভুক্তি’ দিবস পালন করা হয়েছে। রবিবার দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মালদা জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল দিনটি।
2024-08-18