লিভারপুল, ১৮ আগস্ট (হি.স.): লিভারপুলের নতুন কোচ হিসেবে জয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেন আর্নে স্লটরয়টার্স। ২২ বছর পর প্রিমিয়ার লিগে ওঠা ইপসউইচ টাউনকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের উদ্বোধনটা ভালোই শুরু করল লিভারপুল। অল রেডদের হয়ে গোল দুটি করেছেন দিয়োগো জোতা ও মোহাম্মদ সালাহ। এই নিয়ে প্রিমিয়ার লিগে মরসুমের প্রথম ম্যাচে রেকর্ড ৯ গোল পেলেন সালাহ। সালাহ পেছনে ফেলেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যালান শিয়ারার ও ওয়েইন রুনির ৮ গোলের রেকর্ড।
2024-08-18