কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): কলকাতায় নিরাপত্তার কারণে ইস্টবেঙ্গল বা মোহনবাগান যুবভারতীতে হচ্ছে না। এর পরিবর্তে মোহনবাগানের খেলা হবে জামশেদপুরে। ইস্টবেঙ্গলের খেলা হবে শিলংয়ে।২১ অগস্ট থেকে শুরু হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের খেলা। এই দিনই শিলং লাজং এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই খেলা হবে সন্ধ্যা ৭টা থেকে শিলংয়ে। এই দিন আরেকটি ম্যাচ হবে নর্থইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মির মধ্যে। ম্যাচটি হবে বিকাল চারটে থেকে অসমের কোকরাঝাড়ে। ২৩ অগস্ট হবে বাকি দু’টি খেলা। ২৩ আগস্ট মোহনবাগান খেলবে পঞ্জাবের সঙ্গে। সেই খেলা বিকাল ৪টে থেকে হবে জামেশদপুরে।আরেকটি খেলায় আছে বেঙ্গালুরু এফসি বনাম কেরলা ব্লাস্টার্স-এর মধ্যে। ম্যাচটি হবে যুবভারতীতে।
আপাতত দুই প্রধানের ম্যাচ কলকাতায় হচ্ছে না। তবে নক আউট পর্বের একটা ম্যাচ হবে যুবভারতীতে। তবে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ যুবভারতীতে হবে কিনা তা নির্ভর করছে কলকাতার নিরাপত্তার উপর।