নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মেয়েদের সুরক্ষা সহ তিনটি দাবি নিয়ে রবিবার আগরতলা রাজপথ কাঁপিয়ে মিছিল সংগঠিত করলো সাধারণ মানুষ। এ দিনের মিছিলে শিশু নারী ও যুবশক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের পর এবার রাজ্যে সরব হয়ে উঠলো সাধারণ মানুষ। রবিবার আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনটি দাবি নিয়ে আগরতলা রাজপথ কাঁপালেন মহিলা শিশু নারী ও যুবশক্তির দল। এদিন রাজধানীর প্রাণকেন্দ্রে সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় সাধারণ জনগনকে।
এ দিনের মিছিল থেকে মেয়েদের সুরক্ষা সহ তিনটি দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে নারী সংক্রান্ত যে কোন মামলা দ্রুত গ্রহণ করা , প্রত্যেক স্কুলের ছেলেমেয়েদের আত্মরক্ষার জন্য স্কুলগুলোতে ট্রেনিং এর ব্যবস্থা করা, সর্বোপরি নারী সংক্রান্ত মামলাগুলো একটি নির্দিষ্ট সময়ে মধ্যে রায় প্রদান করার দাবি রাখা হয়। মিছিল থেকে এই তিনটি দাবি পেশ করার পাশাপাশি নারীদের সুরক্ষা প্রদানের জোড়ালো স্লোগান তোলা হয়েছিল।