আহমেদাবাদ, ১৮ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান থেকে ১৫১টি নাগরিকত্বের শংসাপত্র হস্তান্তর করেছেন। এই অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, সিএএ শুধুমাত্র নাগরিকত্ব প্রদান নয়, ন্যায়বিচার ও অধিকার দেওয়ার জন্যও।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেস ও তাঁদের সহযোগীদের তোষণের রাজনীতির কারণে, শরণার্থীরা ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ন্যায়বিচার পায়নি। তাঁরা হিন্দু, বৌদ্ধ, শিখ অথবা জৈন হওয়ার কারণে প্রতিবেশী দেশগুলিতে নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তাঁদের নিজেদের দেশেও নির্যাতন করা হয়েছিল। ইন্ডি জোটের তুষ্টির রাজনীতি তাঁদের ন্যায়বিচার করতে পারেনি… প্রধানমন্ত্রী মোদী তাঁদের ন্যায়বিচার দিয়েছেন।”
2024-08-18