জয়পুর, ১৮ আগস্ট (হি.স.): রাজস্থানের জয়পুরের একাধিক হাসপাতালে বোমাতঙ্ক। জানা গিয়েছে, রবিবার সকালে হাসপাতালগুলিতে ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
জানা যাচ্ছে, যে সব হাসপাতালে হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক বড় মাপের হাসপাতাল। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দলও। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।