বিলোনিয়ায় ভুলন স্মৃতি  ফুটবল শুরু আজ 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।আগামীকাল  সোমবার থেকে ভুলন মজুমদার স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিধায়িকা স্বপ্না মজুমদারের হাত ধরে সোমবার বিকেলে সুচনা হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। মোট ২৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্ৰহন করবে।রবিবার দুপুর তিনটা নাগাদ বিলোনিয়া বড়পাথরী সোনাপুর ব্লাড মাউথ ক্লাব ঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাব সভাপতি। বিলোনিয়া শহরের ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ভুলন মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট।স্থানীয় বড়পাথরী দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।২রা অক্টোবর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।ফাইনাল ম্যাচে অংশ গ্ৰহনকারী দলের মধ্যে চ্যাম্পিয়ন্স দলের হাতে সত্তর হাজার টাকা প্রাইজ মানি ও রানার্স দলের হাতে ৪০ হাজার টাকা প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেওয়া হবে।এই টুর্নামেন্ট ২০০৩ থেকে শুরু হয়। বিশ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে বড়পাথরী সোনাপুর ব্লাড মাউথ ক্লাবের উদ্যোগে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন ক্লাবের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *