নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): বিজেপিতে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এই গুঞ্জনের মধ্যেই রবিবার দিল্লিতে এলেন চম্পাই সোরেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজে দিল্লিতে এসেছেন তিনি। বিজেপিতে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে চম্পাই বলেছেন, “ব্যক্তিগত কাজে এসেছি, এখনও পর্যন্ত আমি যেখানে ছিলাম, সেখানেই আছি।”তিনি কলকাতায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন কিনা জানতে চাইলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা চম্পাই সোরেন বলেন, “আমি কারও সঙ্গে দেখা করিনি। আমি এখানে ব্যক্তিগত কাজে এসেছি।”
2024-08-18