নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ আগস্ট:নেশাসামগ্রী পাচার বন্ধের চেষ্টা করায় নেশা সামগ্রী পাচারকারীদের আত্ম সহায়ক এক পুলিশ কর্তৃক বাঁধার মুখে সাংবাদিক। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিচ্ছে মাদক পাচারকারীদের আত্ম সহায়ক রাজ্যের একাংশ পুলিশকর্মীরা। আবারও এরকমই এক খবর সংগ্রহ করতে গিয়ে তেলিয়ামুড়া জি.আর.পি থানার এক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বাঁধার সম্মুখীন সাংবাদিকরা।
পরবর্তীতে নিজের আসল পরিচয় প্রকাশ্যে আসার ভয়ে রেলস্টেশন চত্বর ছেড়ে তরিঘড়ি পালিয়ে যায় ওই পুলিশ অফিসার। ঘটনা, শনিবার সন্ধ্যা রাতে ত্রিশাবাড়িস্থিত তেলিয়ামুড়া রেলস্টেশনে।
ঘটনায় রাতেই সাংবাদিকদের তরফ থেকে জি.আর.পি থানার আই.সি ইন্টু মারাকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তেলিয়ামুড়ার সাংবাদিকদের কাছে খবর আসে যে শনিবার সন্ধ্যা রাতে জি.আর.পি পুলিশের সহযোগিতায় তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে পাচারের উদ্দেশ্যে গাঁজা তোলা হবে রেলে।
সে খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়ার বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে রেল স্টেশনে ছুটে যায়। তেলিয়ামুড়া রেল স্টেশনে সন্দেহভাজন গাঁজা পাচারকারীদের ব্যাগ তল্লাশি করার কথা বলতেই, পাচারকারীদের একপ্রকার ইন্ধনের ইঙ্গিত দিয়ে সেখানে উপস্থিত এক সাংবাদিক’কে কর্তব্য পালনে বাঁধা সৃষ্টি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তেলিয়ামুড়া জি.আর.পি থানার গুণধর ওই পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস।