নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট:
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগরতলা রেলস্টেশন সংলগ্ন কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার।
আয়ূশ/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ন্যাচারোপ্যাথিক অর্গানাইজেশন হারবাল কেয়ারের সহায়তায় অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির।সমাজ সেবার ভাবনায় এলাকার জনগণের জন্য স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করার উদ্দেশ্যে নিয়েই কালীমাতা সংঘ এই উদ্যোগে সামিল হয়।
ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল ১১টা থেকে শুরু হয় এই শিবির। শেষ পর্যন্ত প্রায় ৫০ জন এই স্বাস্থ্য শিবিরের সুবিধা গ্রহণ করেন।হারবাল কেয়ারের পক্ষে ডঃ এস কে দেববর্মা এবং ডিরেক্টর দিলীপ বিশ্বাস শিবিরে আগত লোকজনকে প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্য পরিসেবা প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীমাতা সংঘের সভাপতি রাখাল দেবনাথ, সম্পাদক সুদীপ দে এবং যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী ও প্রতিম দে। আগামীদিনেও এই ধরনের সমাজসেবামূলক প্রয়াস জারি থাকবে বলে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।