আগরতলা, ১৭ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে চুরি স্বর্ণালঙ্কার পত্র সহ পাঁচ জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।
এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন,গত ১৪ আগস্ট ধলেশ্বর ২ নং রোডের বাসিন্দা প্রদীপ ঘোষের বাড়িতে দু: সাহসিক চুরি হয়েছিল। চোরের দল একটি মোবাইল সহ সব স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরর্বতী সময়ে বাড়ির মালিক প্রদীপ ঘোষ থানায় মামলা দায়ের করেন। তাছাড়া, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।সাগর দেবনাথ ও রাজু চাকমা নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি মোবাইল সহ স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।