নাসিকের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, হিংসার ঘটনায় গ্রেফতার ১৫ জন

নাসিক, ১৭ আগস্ট (হি.স.): বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতে শুক্রবার প্রতিবাদ মিছিল বেরিয়েছিল মহারাষ্ট্রের নাসিকে। সেই প্রতিবাদ মিছিল চলাকালীন হিংসাত্মক ঘটনা ঘটে। শুক্রবারের হিংসাত্মক ঘটনায় ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে শনিবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।জোন ১ ডিসিপি রবীন্দ্র কুমার চৌহান বলেছেন, “গতকালের ঘটনার পরে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ১৫ জন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ছবি এবং ভিডিও-র ভিত্তিতে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”