আগরতলা, ১৭ আগস্ট: মারণ ব্যাধি এইচ আই ভি /এইডস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে শনিবার কৈলাশহর আর জি এম হাসপাতাল থেকে এক সচেতনতামূলক রেলি বের করা হয় । এদিন রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এইচআইভি সম্পর্কে এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করে।
রাজ্যে প্রতিনিয়ত এইচআইভি এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায়ই উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এর বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধির আহবান করেছেন তিনি। আর মুখ্যমন্ত্রীর আহব্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানের ন্যায় শনিবার কৈলাসহর আরজিএম হাসপাতালে প্রবেশপথের সামনে থেকে এক সচেতনতামূলক রেলি বের করা হয়েছিল।
এদিন সকাল ১০টা থেকে আবহমান সামাজিক সংস্থা,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী,আশা কর্মী,সর্ব সমর্পণ সংস্থা,এন এস এস ও বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রয়ছাত্রীরা এই রেলিতে অংশগ্রহণ করে মারণব্যাধি এইচআইভি এইডস সম্পর্কে জনগণকে সচেতন করেন। র্যালিটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে এসে শেষ হয়। তারপর এইচআইভি এইডস সম্পর্কে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঊনকোটি কলাক্ষেত্রের ২নং হলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার,জেলা ম্যালেরিয়া আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ঊনকোটি জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইচআইভি এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলা ম্যালেরিয়া আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ সহ অন্যান্যরা।