নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রয়াণ দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সমগ্র দেশ। শুক্রবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল “সদাইভ অটল”-এ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রমুখ।এছাড়াও “সদাইভ অটল”-এ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। যথোচিত মর্যাদার সঙ্গে এদিন পালিত হয়েছে বাজপেয়ীর প্রয়াণ দিবস।
2024-08-16