নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপির মহিলা মোর্চা, সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার উদ্যোগে শুক্রবার রাজপথে এক মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন মুখে কালো কাপড় বেঁধে আর জি কর হাসপাতালের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে।
এদিনের এই মৌন প্রতিবাদ মিছিল থেকে প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকাতেই আঙুল তুলেছেন মহিলা মোর্চার সভানেত্রী। তিনি বলেন, গত ৯ আগস্ট নৃশংস এই ঘটনাটি ঘটে গেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চুপ ছিলেন এতদিন। গতকাল তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। নির্যাতিতার পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে বলে জানান মমতা ব্যানার্জি। কিন্তু সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে কোনরূপ ব্যবস্থা গ্রহন করেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি তুলেছেন প্রদেশ মহিলা মোর্চার নেতৃত্বরা।

