নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: ইন্ডিয়া মার্চ ফর সাইন্স আগরতলা অর্গানাইজিং কমিটির উদ্যোগে শুক্রবার সিটি সেন্টার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রাটি রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।
এদিনের এই পদযাত্রা থেকে কমিটির কনভেনার রাজু আচ্যার্জি বলেন, ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত গোটা দেশ ব্যাপী বিভিন্ন দাবিতে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। রাজ্যে শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মূলত জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহন এবং শিক্ষা ও মৌলিক গবেষণায় কেন্দ্রীয় বাজেটের ১০ % এবং রাজ্যবাজেটের ৩০% বরাদ্দের দাবিতে, পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন, সংবিধানের ৫১এ(এইচ) ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার, শিক্ষাখাতে ও বিজ্ঞান গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং কুসংস্কারাছন্ন চিন্তার প্রসার বন্ধের দাবিতে এদিনের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

