ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত তাইওয়ানেও

কাবুল ও তাইপেই, ১৬ আগস্ট (হি.স.): ভূমিকম্প অনুভূত হল আফগানিস্তান এবং তাইওয়ানের উত্তর পূর্ব উপকূল ও তাইওয়ানে। শুক্রবার ভোর ৬.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। এরপর শুক্রবার ভোরে রাজধানী তাইপেতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৩। এর জেরে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতি হয়েছে বহু বাড়িতে।