মধ্যরাতের আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা তৃণমূলের সাংসদের

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): আর জি করের ঘটনার পরবর্তী আন্দোলন দ্রুত ছড়াচ্ছে রাজ্যে। ওই আন্দোলনের আঁচ সরাসরি এসে লাগছে শাসক তৃণমূলের গায়ে। এই আবহে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় বুধবার মধ্যরাতের আন্দোলনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।তিনি বলেন, ‘আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও একটি মেয়ে এবং একটি ছোট নাতনি রয়েছে। আমাদের এই বিষয়ে উঠে দাঁড়াতে  হবে। মহিলাদের প্রতি যথেষ্ট নিষ্ঠুরতা হয়েছে।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমিও বুধবার প্রতিবাদকারীদের সাথে যোগ দিতে যাচ্ছি। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমারও একটি কন্যা এবং ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এব্যাপারে সোচ্চার হতে হবে। নারীর প্রতি নিষ্ঠুরতা অনেক হয়েছে। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন।”