নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার টিটিএএডিসি ক্রীড়া দপ্তরের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। খুমপুই মাঠ থেকে শুরু করে দশরামবাড়ী পর্যন্ত হয়ে খুমপুই মাঠে এসে সমাপ্তি হয়।
আজ সকালে এই দৌড়ে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, উপ-মুখ্যনির্বাহী আধিকারিক বুধুলিয়ানা রাখল, ক্রীড়া দপ্তরের প্রধান আধিকারিক উপেন্দ্র দেববর্মা, সাসা একাডেমীর প্রিন্সিপাল সুকুমার দেববর্মা, খুমপুই একাডেমীর প্রিন্সিপাল হেবল কলই, পশ্চিম জোন্যালের জয়েন্ট চেয়ারম্যান বিশুরাই দেববর্মা প্রমুখ।
আজকের ম্যারাথন দৌড় প্রতিযোগিতাদের মধ্যে ছাত্রছাত্রী উভয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নির্বাচিতদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।উল্লেখ্য আজকে ম্যারাথন দৌড়ে প্রায় দুইশ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।