নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): গত ৯ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে আগামীকাল পর্যন্ত। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে বুধবার সকালে দিল্লিতে নিজস্ব বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনেই এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন অমিত শাহ।পাশাপাশি এদিনই জাতীয় পতাকা উত্তোলন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিরঙ্গা উত্তোলনের পর জাতীয় পতাকার সঙ্গে সেলফিও তোলেন তিনি। বুধবার সকালে লখনউয়ের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
2024-08-14