শ্রীনগর, ১৪ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। বুধবার সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার ডোডায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক জঙ্গি। ওই এলাকায় আরও একাধিক জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।এডিজিপি (জম্মু) আনন্দ জৈন এদিনই ডোডা পরিদর্শন করেছেন। তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।
2024-08-14