আগরতলা, ১৩ আগস্ট: খোয়াই ব্লকের দুটি পঞ্চায়েতে ভোট গণনা হয়নি। পাশাপাশি, গণনা কেন্দ্র থেকে তিপরা মথার কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন মথার কর্মীরা। পর্রবতী সময়ে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ পুনরায় ভোট গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বেলফাং এলাকায় খোয়াই- আগরতলা সড়ক অবরোধে সামিল হয়েছেন তিপরা মথার কর্মীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
ঘটনার বিবরণে রামচন্দ্রঘাটের তিপরা মথার সহ সভাপতি রঘু কুমার দের্ববমা জানিয়েছেন, গতকাল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। খোয়াই ব্লকের অধীনে ৫টি পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে গতকাল গণনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ৫টি ব্লকের মধ্যে দুটি ব্লকে গণনা হয়নি বলে অভিযোগ করেন তাঁর। আরও অভিযোগ, ভোট কেন্দ্রে মথার কর্মীদের শাসক দলের কর্মীরা জোরপূর্বক বের করে দিয়েছেন। পরর্বতী সময়ে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ এরই প্রতিবাদে মথার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য খোয়াই-আগরতলা সড়ক অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাদের দাবি, ওই দুটি আসনে পুনরায় গণনা করা হোক।