আগরতলা, ১২ আগস্ট: চুরি যাওয়া ৩টি বাইক, রিকশা সহ ৮ জন নেশা কারবারিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।
পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে বলেন, গত কিছু দিন যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযানে নেমেছে পুলিশ। আজ গোপন খবরের ভিত্তিতে থানার খবর আসে বলদাখাল এলাকায় তিন যুবককে আটক করে।তাদের জিজ্ঞাসাবাদে আরও ৫ জন কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৯ গ্রাম হিরোইন সহ তিনটি বাইক ও একটি রিক্সা উদ্বার হয়েছে। তারা বিগত দিনে চুরি কান্ডে ও জড়িত ছিল।

