ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দীর্ঘ ২৭বছর পর অবশেষে স্বপ্নপূরণ হলো শহর দক্ষিণাঞ্চলের অন্যতম ক্লাব কল্যাণ সমিতির। দীর্ঘ এত বছর পর টি এফ এ পরিচালিত প্রথম ডিভিশন ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো এই ক্লাব। কল্যাণ সমিতির এই সফলতায় ক্লাবের তথা এলাকার প্রত্যেকেই খুব খুশি। তবে এই জয়ের পেছনে কিন্তু অবশ্যই বলতে হবে দুটো ব্যক্তির নাম। তারা হলেন ক্লাবের সম্পাদক শ্যামল কুমার দেব এবং ক্লাবের ক্রীড়া সচিব তন্ময় ধর। তন্ময় এবছর কল্যাণ সমিতি ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। একটা সময় এমন হয়েছিল এবার কল্যাণ সমিতি ক্লাব হয়তো দলই মাঠে নামাতে পারতো না। একদিকে ক্লাবের কিছু আর্থিক সমস্যা ছিল তো অপরদিকে বি ডিভিশন ফুটবলে দল নামাতে হলে তো ফুটবলার চাই। এই অবস্থায় তন্ময় সম্পুর্ন নিজস্ব উদ্যোগ্যে একে একে ফুটবলার জোগাড় করেন। তাকে দারুন ভাবে সহযোগিতা করেন ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেব। ক্লাব সম্পাদকের ভরসা পেয়ে তন্ময় অবশেষে কল্যাণ সমিতি ক্লাবের ফুটবল দলটা গুছায়। মাত্র ১২ দিনের প্র্যাকটিস করে এবছর বি ডিভিশনে মাঠে নামে কল্যাণ সমিতির ফুটবল টিম। এই ১২ দিন সহ বিগত আরো কিছু দিন তন্ময় অক্লান্ত পরিশ্রম করেন দলটাকে মোটিভেট করতে। তন্ময়কে ময়দানে সহযোগিতা করে সিনিয়র ফুটবলার প্রণব সরকার। দলটা চালাতে ভীষণই কষ্ট করে তন্ময়। যাক, শেষ পর্যন্ত তার পরিশ্রম কাজে এলো। বি ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর এ ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নিলো কল্যাণ সমিতি ক্লাব। তন্ময় ধর কিন্তু রাজ্যের অন্যতম একজন প্রতিষ্ঠিত ক্রিকেট আম্পায়ার ও। বহু ম্যাচ তন্ময় অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন। এবার তার সফলতার পালকে জুড়লো আরেকটি সফলতা। তন্ময়ের ম্যানেজার পোস্ট ও ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেবের ঐকান্তিক চেষ্টায় রীতিমতো স্বপ্নপূরণ হলো এই ক্লাবের। প্রত্যেক ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা ও স্বীকার করলেন তন্ময় সহ ক্লাবের সম্পাদক ও গোটা এলাকাবাসী।
পয়েন্ট তালিকা : বি ডিভিশন লীগ ফুটবল
দল ম্যাচ জয় পরা: ড্র গোল পয়েন্ট
কল্যাণ সমিতি ৭ ৬ ১ ০ ৩২-১১ ১৮
স্কাইলার্ক ৭ ৫ ১ ১ ১৭-৭ ১৬
পুলিশ আর সি ৭ ৩ ২ ২ ১৮-১৩ ১১
স্পোর্টস স্কুল ৬ ৩ ২ ১ ১৭-১৩ ১০
মৌচাক ৭ ২ ০ ৫ ১৩-১৪ ০৯
বীরেন্দ্র ক্লাব ৭ ২ ৪ ১ ১৫-২৪ ০৭
আরসিসি ৬ ১ ৩ ২ ৭-১৬ ০৫
নবোদয় সংঘ ৭ ০ ৭ ০ ১০-৩১ ০০

