১,০০০ সিভিল সার্ভিস অফিসারকে প্রশিক্ষণ দিতে ভারত, মালদ্বীপ মৌ নবীকরণ 

নয়াদিল্লি, ১২ আগস্ট : ভারত ও মালদ্বীপের মধ্যে উন্নয়নমূলক অংশীদারীত্বের অংশ হিসেবে শনিবার মাল-এ ১,০০০ সিভিল সার্ভিস অফিসারকে প্রশিক্ষণ দিতে উভয় দেশের বিদেশ মন্ত্রীরা আলোচনায় অংশগ্রহণ করেন । এই লক্ষ্যে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির মাল-এ ২০২৪ থেকে ২০২৯ পর্যন্ত  পাঁচ বছর সময়কাল ধরে প্রশিক্ষণের জন্য ১,০০০ সিভিল সার্ভিস অফিসারকে প্রশিক্ষণ দিতে পারস্পরিক বোঝাপড়া চুক্তি অর্থাৎ সক্ষমতা গঠন সংক্রান্ত মৌ নবীকরণ করেছেন ।বিদেশ বিষয়ক মন্ত্রকের দিক নির্দেশনায় ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স এনসিজিজি খুবই সাফল্যের সঙ্গে বাংলাদেশ, তাঞ্জানিয়া, গাম্বিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং সেই সঙ্গে লাতিন আমেরিকা ও এফআইপিআইসি/আইওআর-ভুক্ত দেশগুলির সরকারী কর্মী ও আধিকারিকদের সক্ষমতা গঠন সংক্রান্ত কর্মসূচি পরিচালনা ও সঞ্চালনা করেছে ।

সক্ষমতা গঠন সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (এনসিজিজি) এবং প্রজাতান্ত্রিক মালদ্বীপের মালদ্বীপ  সিভিল সার্ভিস কমিশন-এর মধ্যে ২০১৯-এর ৮ জুন একটি মৌ স্বাক্ষরিত হয়েছিল । সেই মৌ অনুযায়ী মালদ্বীপের ১,০০০ সরকারী  কর্মী ও আধিকারিকদের সক্ষমতা গঠন সংক্রান্ত কর্মসূচিটি সন্নিবেশিত করা হয় । 

সেই সূত্রে চলমান ২০২৪ পর্যন্ত মালদ্বীপের ১,০০০ সরকারী  কর্মী ও আধিকারিকদের নির্ধারিত প্রশিক্ষণ দানের কাজে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (এনসিজিজি) দৃষ্টান্ত স্থাপনকারী সাফল্য অর্জন করেছে । প্রশিক্ষণ প্রাপ্ত এই সব সরকারী  কর্মী ও আধিকারিকদের মধ্যে রয়েছেন স্থায়ী সচিব, সাধারণ সচিব এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও । সক্ষমতা গঠন সংক্রান্ত কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট মোট ৩২-টি প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত করা হয় । এই পর্বগুলিতে বিষয় হিসেবে ছিল মালদ্বীপের সরকারী  কর্মী ও আধিকারিকদের জন্য ক্ষেত্রীয় প্রশাসন । সেই সঙ্গে দুর্নীতি বিরোধী কার্যক্রম সংক্রান্ত অ্যান্টি-করাপশন কমিশন (এসিসি) এবং ইনফর্মেশন কমিশন অফিস অব মালদ্বীপ (আইসিওএম)-এর জন্যও প্রশিক্ষণ পর্ব অন্তর্ভুক্ত ছিল ।  এই সহযোগিতামূলক কর্মসূচির সাফল্যকে স্বীকৃতি জানিয়ে মালদ্বীপের বিদেশ বিষয়ক মন্ত্রক আরও পাঁচ বছরের জন্য মৌ-টিকে নবীকরণ করাতে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রককে অনুরোধ করে ।  গত ৯ আগস্ট মালদ্বীপের আরও ১,০০০ সিভিল সার্ভিস অফিসারকে প্রশিক্ষণ দিতে মৌ-টিকে সরকারীভাবে নবীকৃত করা হয় । এই নবীকৃত অংশীদারীত্বের ফলে ভারত ও মালদ্বীপের মধ্যে মালদ্বীপের সরকারী  কর্মী ও আধিকারিকদের জন্য  সরকারী নীতি,  প্রশাসন ও ক্ষেত্রীয় প্রশাসন  সংক্রান্ত কাজে  সক্ষমতা গঠনের কর্মসূচি আরও এগিয়ে যাবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করবে ।ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (এনসিজিজি) বিভিন্ন দেশে সরকারী নীতি ও প্রশাসন বিষয়ক জ্ঞান বিনিময় ও সহযোগিতার প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ । কর্মরত অবস্থার মধ্যপর্বে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (এনসিজিজি)-এর এই সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচিতে নাগরিক-কেন্দ্রিক প্রশাসন, পরিষেবা প্রদানের মানোন্নয়ন, এবং প্রশাসনে উদ্ভাবনাকে উৎসাহদানের উপর খুবই জোর দেওয়া হয় । এই সব কর্মসূচি নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়ন এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহ গড়ে তোলার কাজে ভারতে যে উত্তম মানের চর্চার প্রয়াস এগিয়ে চলেছে তা বিশ্বের দরবারে তুলে ধরছে ।