নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে দেশের স্বাস্থ্য মহল। পশ্চিমবঙ্গে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরা। সেই বিক্ষোভ পৌঁছে গেল দিল্লিতেও। সোমবার দিল্লির বিখ্যাত সফদরজং হাসপাতালেও প্রতিবাদ বিক্ষোভ দেখান সেখানকার চিকিৎসকরা।
উল্লেখ্য, আর জি কর-কাণ্ডে বাংলার চিকিৎসকদের দাবিকে সমর্থন জানাতে এবার এগিয়ে এসেছে জাতীয় স্তরের চিকিৎসক সংগঠনও। দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দেশজুড়ে বিভিন্ন হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এই সংগঠন। সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দেশের রেসিডেন্ট ডাক্তারদের এই সংগঠনটি। এদিন হাসপাতালের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক সংগঠন। মূলত ‘ইলেক্টিভ সার্ভিস’ (নির্দিষ্ট কিছু পূর্ব নির্ধারিত পরিষেবা) বন্ধ রাখে এই চিকিৎসক সংগঠন। তবে জরুরি পরিষেবা চালু বলে জানা গেছে।

