(Update) পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ ও ১১ নং আসনে বিজেপি প্রার্থী জয়ী

আগরতলা, ১২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ৫৪২৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয়ী হয়েছেন। 

প্রসঙ্গত, আজ সকাল থেকেই রাজ্যের ৩৫টি ব্লকে একযোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে ১০ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ৫৪২৭টি ভোট পেয়েছেন। ওই আসনে  সিপিআইএম ৫২৬টি, কংগ্রেস ৩৪৭টি নোটাতে ৩১টি ভোট পড়েছে। 

এদিন জয়ী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামনা সরকার বলেন, জনগণের আশীর্বাদে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। আগামীদিনে জনগণের স্বার্থে কাজ করবেন বলে দাবি করেন তিনি।  

এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয়ী হয়েছেন। কৃষ্ণজিৎ দাসের প্রাপ্ত ভোট ৯২৯০ এবং সিপিআইএম ৫৬৮ কংগ্রেস ৩৮৪ ভোট পেয়েছে। 

এদিন জয়ী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণজিৎ দাস বলেন, এই জয় জনগণের জয়। জনগণের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তাছাড়া,  বিধায়ক রতন চক্রবর্তীর আশীর্বাদে এই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ সম্ভব হয়েছে। তিনি এই এলাকার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার দরুন এই ১১ নং আসনে সিপিএম ও কংগ্রেসের জামানত জব্দ হয়েছে।