নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শ্রী নটবর সিং জির প্রয়াণে ব্যথিত। কূটনীতি এবং বিদেশনীতিতে তাঁর প্রচুর অবদান। পাশাপাশি তিনি তাঁর দুর্দান্ত লেখনীর জন্যও সুপরিচিত ছিলেন। তাঁর পরিবার ও অনুগামী-অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।
উল্লেখ্য, শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুরে জন্ম তাঁর। ১৯৮৪ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে কাবু হয়ে পড়েছিলেন। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১টা নাগদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। জানা যাচ্ছে, সোমবার শেষকৃত্য হবে তাঁর।