আগরতলা, ১১ আগষ্ট: সনাতনী সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী আজ রাণীরবাজারে কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্ত মহারাজদের সাথে, রাজ্যবাসীর সার্বিক কল্যাণ কামনায় এদিন বিশ্বশান্তি যজ্ঞেও অংশগ্রহণ করেন তিনি।এছাড়াও, নবনির্মিত কুম্ভকালী মন্দির পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।এই কার্য্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষারোপন এবং একটি জীবন বাঁচাতে মহৎ রক্তদানের গুরুত্বের উপর আলোকপাত করেন তিনি।এছাড়াও, ভক্তিপূর্ণ পরিবেশে এই অঞ্চলের মানুষের মধ্যে সনাতনী সংস্কৃতি ও চেতনার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কুম্ভকালী মন্দির বলে উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রীপরিষদের সদস্য সুশান্ত চৌধুরী এবং বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।
2024-08-11