আগরতলা, ১০ আগস্ট: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে আমরা বাঙালি দলের তরফে আগরতলার শিবনগর এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।
বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে দেশে অবস্থানরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সহ অন্যান্য সম্প্রদায়ের উপর হামলা ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনার প্রতিবাদে ময়দানে নেমেছে আমরা বাঙালি দল। সংগঠনের তরফ থেকে শনিবার শিবনগর এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।
প্রতিবাদ ভিক্ষুক মিছিলে অংশগ্রহণ করে আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজনদের জীবনসম্পত্তি রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে ভারত সরকার জানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবিও জানিয়েছেন তিনি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল।