আগরতলা, ১০ আগস্ট: আজ ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। নির্বাচনের ফলাফল আজই ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানিয়েছেন রিটানিং অফিসার।
এদিন রিটানিং অফিসার বলেন, ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে মোট ২১ টি আসনের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ২১৭ জন ভোটার রয়েছেন। ১১টি পদের মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও ৬ টি কার্যকরী সদস্যের পদ। নির্বাচিত কমিটি পরবর্তী দুই বছরের দায়িত্বে থাকবে।
এদিন তিনি আরও বলেন, নির্বাচনের সব নিয়ম মেনেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ এই ভোট গ্রহন এবং আজই ফলাফল ঘোষণা হবে। দুপুর ২:৩০ মিনিট থেকে ভোট গণনা শুরু হবে।