আগরতলা, ৯ আগস্ট: আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে। তাই রাজ্যবাসীর কাছে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়িত করতে রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানসে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২০২২ সাল থেকে প্রতি বছর উৎযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে আগামী ১৩ থেকে ১৫ আগষ্ট প্রতিটি গৃহে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি উৎযাপন করা হবে।
এদিন তিনি আরও বলেন, মহতী এই উদ্যোগকে সর্বাঙ্গীণভাবে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে রাজ্যের সকল অংশের জনগণের প্রতি বিনম্র আহ্বান জানিয়েছেন।
হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়িত করতে রাজ্যবাসীর উদ্দেশ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরীর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে এবং দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে হর ঘর তিরঙ্গা কমসূচি পালন করা হবে। আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি বাড়ি এবং সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিকে আজ ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি সফল করার লক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয় থেকে এক র্যালির আয়োজন করা হয়েছে। এদিনের র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমন করে।
এদিন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানিয়েছেন, তিরঙ্গাকে সন্মান জানিয়ে এই কর্মসূচীকে স্বার্থক করে তোলার লক্ষেই এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীর কাছে হর ঘর তিরঙ্গা কর্মসূচী পালন করার জন্য আবেদন জানিয়েছেন।

